মাগুরায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

Looks like you've blocked notifications!
মাগুরার মনিরামপুর মধ্যপাড়া গ্রামে গতকাল বুধবার সংঘর্ষে আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : এনটিভি 

মাগুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

গতকাল বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় মাগুরা সদরের বেরইল পলিতা ইউনিয়নের মনিরামপুর মধ্যপাড়া গ্রামে এ সংঘর্ষ ঘটে।  

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, মনিরামপুর গ্রামের মুরাদ মোল্লা ও মান্নান মোল্লা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত মঙ্গলবার সাহেব ফকির ও শহীদ ফকিরের জমি মাপাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয় পক্ষের  কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতরা মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এহসানুল হক মাসুম বলেন, ‘আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।’

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জব্বারুল ইসলাম বলেন, ‘মনিরামপুর গ্রামে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জমি সংক্রান্ত বিরোধের জেরে বুধবার সন্ধ্যায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।’