মাগুরায় গড়াই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

Looks like you've blocked notifications!
মাগুরার শ্রীপুরে গড়াই নদীতে অনুষ্ঠিত নৌকা বাইচ। ছবি : এনটিভি

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের গড়াই নদীতে আছাদুজ্জামান স্মৃতি নৌকা বাইচ আজ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর আন্ত ইউনিয়ন নৌকা বাইচ আয়োজক কমিটির উদ্যোগে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা দেখতে আজ বিকেলে গড়াই নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষ উপস্থিত হয়।

আয়োজক কমিটির সভাপতি নাকোল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হুমাউনুর রশীদ মুহিতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

নৌকা বাইচ উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুন্সী রেজাউল হক, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

নৌকা বাইচে খুলনা, কুষ্টিয়া, রাজবাড়ী, নড়াইল ও মাগুরা জেলার আটটি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া জলপরি নৌকা প্রথম, লালন শাহ দ্বিতীয় ও আতিক হাসানের নৌকা তৃতীয় স্থান অর্জন করে।

প্রতিযোগিতা শেষে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রথম স্থান অর্জনকারী নৌকাকে ১২৫ সিসি মোটরসাইকেল, দ্বিতীয় স্থান অর্জনকারী নৌকাকে ৮০ সিসি মোটরসাইকেল এবং তৃতীয় স্থান অর্জনকারী নৌকাকে একটি ফ্রিজ পুরস্কার হিসেবে তুলে দেন। নৌকা বাইচ উপলক্ষে গড়াই নদীর দুই পাড়ে বসে গ্রামীণ মেলা। নদীর দুই পাড়ে নৌকা বাইচ ও মেলায় হাজার হাজার নারী-পুরুষ ভিড় করে।

 এ সময় সাংসদ সাইফুজ্জামান শিখর বলেন, ‘গ্রাম বাংলার ঐতিহ্য রক্ষায় এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এমন আয়োজনের গুরুত্ব অপরিসীম। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।’