মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
মাগুরা সদরের কাটাখালি এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও অপর একজন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদরের জাগলা গ্রামের সোহাগ হোসেন (৩০) ও ঘোড়ামারা গ্রামের তাহারুল ইসলাম (৩০)।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা শাহাজালাল বাবুল জানান, আজ দুপুরে কাটাখালি এলাকায় মাগুরামুখী একটি মোটরসাইকেল একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে চালক ইমরান সামান্য আহত হলেও সোহাগ ও তাহারুল গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক ডা. অমর প্রসাদ বিশ্বাস বলেন, ‘আহতদের মধ্যে হাসপাতালে আনলে সোহাগ নামের একজন মারা যান। পরে তাহারুল নামের অপর একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানোর জন্য অ্যাম্বুলেন্সে ওঠানোর সময় তাঁর মৃত্যু হয়। সামান্য আহত অপর যুবককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ফাঁড়ি কর্মকর্তা।