মাগুরায় বাবাকে হত্যাচেষ্টা মামলায় ছেলে গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
মাগুরা সদরে বাবাকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তারকৃত ছেলে হানিফ। ছবি : এনটিভি

মাগুরা সদর উপজেলার উথলি গ্রামে জমি লিখে না দেওয়ায় বাবা শহিদুল হককে হত্যাচেষ্টার অভিযোগে ছেলে হানিফকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ সোমবার ভোররাতে যশোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ দুপুরে র‌্যাব-৬-এর ঝিনাইদহ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমান্ডিং অফিসার মেজর শরিফুল আহসান। তিনি জানান, বহুল আলোচিত এ ঘটনায় পলাতক আসামি হানিফকে অভিযান চালিয়ে যশোর থেকে আজ ভোররাতে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মাদাকাসক্ত বলে র‌্যাবের ধারণা। তাকে মাগুরা থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

জমি লিখে না দেওয়ায় গত ২৩ নভেম্বর সকালে শহিদুল হককে (৬০) তার ছোট ছেলে কুপিয়ে হাতের কবজি কেটে বিছিন্ন করে দেন বলে অভিযোগ ওঠে। তিনি এখনও ঢাকায় চিকিৎসাধীন। আহত শহীদুলের বড় ছেলে মোস্তফা বাদী হয়ে ওই দিন রাতেই মাগুরা সদর থানায় বাবাকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।