মাগুরায় মেডিকেল কলেজে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরনোত্তর চক্ষুদান দিবস’ উপলক্ষে মাগুরা সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলার সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে সন্ধানী যশোর মেডিকেল কলেজ ইউনিটের আয়োজনে এ রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. দীন-উল ইসলাম প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সন্ধানীর সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মাগুরা মেডিকেল কলেজ একাডেমির কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ডা. এটিএম আব্দুল্লাহ হেল কাফি, সহকারী অধ্যাপক ডা. মো. আবদুল্লাহ-আল সাইক ও সাংবাদিক শফিকুল ইসলাম শফিক।
এ ছাড়া বক্তব্য দেন সন্ধানী যশোর মেডিকেল কলেজ ইউনিটের সহ-সাধারণ সম্পাদক খুশি খাতুন, রোগী কল্যাণ সম্পাদক মুহাইমিনুল ইসলাম সাগর, সুজোন ঘোষ, আবদুল্লাহ আল মুকিত, মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম ফাহিম, শওসান কবির চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিদিন অনেক রোগী শুধুমাত্র রক্তের অভাবে মৃত্যুররণ করে। অথচ একজন ব্যক্তি প্রতি তিন মাস পরপর এক ব্যাগ রক্ত দিতে পারে। এতে অন্যের যেমন উপকার হয়, তেমনি রক্তদাতাও নানা রোগ থেকে মুক্ত থাকেন। তাই সব সুস্থ মানুষকে স্বেচ্ছায় রক্ত দিয়ে আরেকটি জীবন বাচাঁতে এগিয়ে আসতে হবে।
বক্তারা অবিলন্বে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধানীর ইউনিট চালু করার আহ্বান জানান।
পরে মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থী নুর ইসলাম স্বেচ্ছায় রক্ত দিয়ে কর্মসূচি শুরু করেন।