মাগুরায় ২ দিনব্যাপী ডিজিটাল মেলার পর্দা উঠল

Looks like you've blocked notifications!
মাগুরার মানচিত্র। ছবি : সংগৃহীত

নানা আয়োজনে মাগুরায় দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। মেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অর্ধশত স্টল বসেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা চলবে।

জেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি হয়। র‍্যালি শেষে মেলার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সরকারী হোসেন শহীদ সোহওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হাকিম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুস সাত্তার প্রমুখ।

বক্তারা ডিজিটাল সেবা গ্রহণে সাধারণ মানুষের নানা উপকারিতার কথা উল্লেখ করে সরকারের সাফল্য ধরে রাখতে আহ্বান জানান।