মাঙ্কিপক্স সন্দেহে তুর্কি নাগরিক হাসপাতালে, মন্ত্রণালয় বলছে, ‘আক্রান্ত রোগী নেই’

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের লক্ষণ দেখা গেছে বলে জানিয়েছে বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ। তবে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বলছে, ‘দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত কোনো রোগী নেই।’

মঙ্গলবার বিকেলে বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ এনটিভি অনলাইনকে বলেন, ‘৩২ বছর বয়সী এক তুর্কি নাগরিকের শরীরে মাঙ্কিপক্ষ থাকতে পারে মর্মে আমরা তাঁকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠাই। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। রিপোর্ট পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’

এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল  ইসলাম প্রধান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয় গণমাধ্যমে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত কোন রোগী নেই।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন সামাজিক মাধ্যমসহ দেশের বেশকিছু অনলাইন ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যমে 'দেশে বিদেশি একজন নাগরিকের দেহে মাঙ্কিপক্সের অস্তিত্ব পাওয়া গেছে' সংক্রান্ত যে তথ্যটি প্রচার হচ্ছে সে তথ্যটি সঠিক নয়। দেশে মাঙ্কিপক্সে এখন পর্যন্ত কোনো ব্যক্তি আক্রান্ত হননি। ভবিষ্যতে কোনো ব্যক্তির আক্রান্তের ঘটনা কখনো ঘটলে তা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। এই মুহূর্তে দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত কোনো ব্যক্তি নেই।

বিকেলে ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, ‘তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। স্ক্রিনিং-এর সময় ওই ব্যক্তির শরীরে ফুসকুড়ি ধরনের উপস্বর্গ দেখা যায়। কিন্তু, তিনি এ সংক্রান্ত কোনো মেডিকেল রিপোর্ট দেখাতে পারেননি আমাদের। পরে আমাদের সন্দেহ হয়, তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত কি না।’

‘আমাদের সন্দেহ হলে আমরা ওই ব্যক্তিকে বিষয়টি জানাই। পরে তাঁকে আমরা মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠাই। যদি তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে তাঁকে সুস্থ করতে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এখনিও ওই ব্যক্তির নাম বলতে চাচ্ছি না আমরা।’