মাছ চুরির মামলায় ছেলেসহ আ.লীগনেতা কারাগারে

Looks like you've blocked notifications!
নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউনুস আলী ও তাঁর ছেলে ইফতেখার রহমান সৌরভ। ছবি : এনটিভি

পুকুর থেকে মাছ চুরি ও মারধরের মামলায় নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও তাঁর ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে তাঁরা আমলি আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক মোসলেম উদ্দিন তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ওই আওয়ামী লীগ নেতার নাম ইউনুস আলী এবং তাঁর ছেলে ইফতেখার রহমান সৌরভ।

আদালত সূত্রে জানা যায়, জেলার বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া গ্রামে একটি পুকুর নিয়ে প্রতিবেশী সেলিনা বানু ডেজির সঙ্গে বিরোধ চলছিল আওয়ামী লীগ নেতা ইউনুস আলীর। গত ৩ জানুয়ারি তিনি তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে ওই পুকুর থেকে দেড় মণ মাছ ধরে নিয়ে যান। এর প্রতিবাদ করলে প্রতিপক্ষকে মারপিট করেন।

এ ঘটনায় ইউনুস আলী, তাঁর ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন প্রতিবেশী সেলিনা বানু ডেজি। পরে তাঁরা আদালত থেকে জামিন নেন। আজ মামলার ধার্য দিনে আদালতে হাজিরা দিলে বিচারক জামিন আবেদন নাকচ করে বাবা-ছেলেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী সুখময় রায় বিপ্লু বাবা-ছেলেকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।