মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

Looks like you've blocked notifications!
(বজ্রপাতের ফাইল ছবি)

ব্রাহ্মণবাড়িয়ায় বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হাবিব মোল্লা (৫০) নামে এক কৃষক মারা গেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার গাঙ্গিহাতা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাবিব মোল্লা নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর গ্রামের ধন মিয়া মোল্লার ছেলে।

নিহত হাবিব মোল্লার ভাই মো. নাসির মোল্লা ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় হাবিব মোল্লা একটি নৌকায় করে রসুলপুর গ্রামের তিতাস নদীর পাশের সদর উপজেলার গাঙ্গিহাতা বিলে মাছ ধরতে যান। মাছ শিকারের সময় উপরে ঝুলে থাকা গভীর নলকূপের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুতায়িত হয়ে পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।