মাঝ পদ্মায় ফেরিতে আগুন

Looks like you've blocked notifications!
অগ্নিকাণ্ড নির্বাপণের পর মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে এসে পৌঁছে দুর্ঘটনাকবলিত ফেরি রোকেয়া। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝপথে ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোরে পদ্মা নদীর মাঝিকান্দি চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। দুর্ঘটনাকবলিত ফেরিটির নাম ফেরি রোকেয়া।

বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, প্রতিদিনের মতো যাত্রী ও যানবাহন নিয়ে রোকেয়া নামের ফেরিটি শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি যাচ্ছিল। মাঝিকান্দি চ্যানেলে ঢুকতেই ক্যান্টিনের পাশের একটি তালাবদ্ধ কক্ষ থেকে আগুন ও ধোঁয়া বের হতে থাকে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফয়সাল আরও জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফেরির পাম্পের পানি ও অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানো হয়। যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে, ফেরির ওই কক্ষের বিছানা ও আসবাব পুড়ে গেছে। পরে ফেরিটি যাত্রী ও যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাটে এসে পৌঁছে।

এক প্রশ্নের জবাবে বিআইডব্লিউটিসির এ কর্মকর্তা বলেন, ‘শর্টসার্কিট অথবা কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, এটা নাশকতা নয়।’