মাদক বিস্তারের পরিণাম জঙ্গিবাদের মতোই ভয়াবহ : জি এম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, মাদক বিস্তারের পরিণাম জঙ্গিবাদের মতোই ভয়াবহ। মাদকের বিস্তার নিয়ন্ত্রণ করা না গেলে আগামী প্রজন্ম ধংস হয়ে যাবে। তাই মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনে বিশেষায়িত ইউনিটি গঠন করতে হবে।
আজ রোববার এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘দেশবাসী জেনেছে এলএসডি, আইস, খাট-এর মত মরণনেশায় আসক্ত হয়ে পড়েছে আমাদের তরুণ সমাজ। এ ছাড়া ইয়াবা, ফেনসিডিল, মদ ও গাঁজা আরও সহজলভ্য হয়ে পড়েছে। জাতির জন্য এর মতো দুঃসংবাদ আর হতে পারে না। মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে বাঁচাতে না পারলে জাতি হয়ে পড়বে অকর্মণ্য, উগ্র এবং অসভ্য।’
বিবৃতিতে জি এম কাদের আরও বলেন, ‘মাদকবিরোধী অভিযানে গেল তিন বছরে বিচারবহির্ভূত হত্যা হয়েছে কয়েকশ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই মাদক নির্মূলে সরকারকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।’