মাদক ব্যবসায়ীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতের শিকার পুলিশ কর্মকর্তা

Looks like you've blocked notifications!
ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম আজ শনিবার তুরাগ থানা ভবনের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ছবি : ডিএমপি

রাজধানীর তুরাগ এলাকায় মাদক উদ্ধার করতে গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। এই ঘটনায় তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তুরাগ থানা পুলিশ।

আজ শনিবার (২৫ মার্চ) দুপুরে তুরাগ থানা ভবনের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম।

মোর্শেদ আলম বলেন, ‘বৃহস্পতিবার তুরাগ থানার ফুলবাড়ীয়ার টেকপাড়া এলাকায় একটি বাড়ির ছাদে মাদক কেনাবেচার তথ্য পাই। এ তথ্যের ভিত্তিতে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিনুর রহমান খান ফোর্সসহ সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেলেও তাদের মধ্যে আব্দুর রউফ নামের একজন ছাদের পানির ট্যাংকের আড়ালে লুকিয়ে ছিলেন। রউফ পানির ট্যাংকের আড়াল থেকে বের হয়ে এসআই শাহিনুরকে ধারাল ছুরি দিয়ে বুকে জখম করে দৌড়ে পালিয়ে যান।’

মোর্শেদ আরও বলেন, ‘এসআই শাহিনুরকে জরুরি ভিত্তিতে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।’

মোর্শেদ আলম আরও বলেন, ‘এই ঘটনার পর অভিযান চালিয়ে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আব্দুর রউফ, মো. রাজু ও ফারুক মিয়া ওরফে টুলু মাদক কারবারি।’

মোর্শেদ আলম বলেন, ‘গ্রেপ্তারকৃতরা ও অন্যান্য পলাতক আসামিরা পেশাদার মাদক কারবারি। তারা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে তুরাগ এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করত। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।’