মাদারীপুরে গলায় মাংসের হাড় বিঁধে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

Looks like you've blocked notifications!

বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গিয়ে গলায় মাংসের হাড় বিঁধে প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের, তবে চিকিৎসক বলছেন মৃত অবস্থায় রোগীকে হাসপাতালে আনা হয়েছে, পুলিশ বলছে ময়নাতদন্ত করলে বিস্তারিত জানা যাবে তবে পরিবারের কোনো অভিযোগ নেই এ মৃত্যু নিয়ে।

ঘটনাটি ঘটেছে মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বৈরাগীবাজার এলাকায় একটি বিয়ে বাড়িতে। পরিবার ও স্থানীয়রা জানায় গতকাল শুক্রবার (শুক্রবার) বিকেলে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন মিয়ার মেয়ে প্রমির বিয়ের অনুষ্ঠান হয়। এই বিয়েতে স্থানীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ অনেকেই অংশগ্রহণ করেন।

পাশের মুকসুদপর উপজেলার তপারকান্দি গ্রামের প্রতিবন্ধী যুবক আবুল হোসেন মোল্লা (৪৩) ওই বিয়েতে দাওয়াত খেতে যায়। দাওয়াত খেয়ে বাড়িতে এসে অসুস্থতা বোধ করলে পরিবারের লোকজন আবুল হোসেনকে প্রথমে উপজেলার টেকেরহাটের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে আসে। পরে সেখান থেকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।  এসময় কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। প্রতিবন্ধী যুবককের পিতা আব্দুল খালেক মোল্লা বলেন, ‘আমার ছেলে দাওয়াত খেতে গিয়ে গলায় কাঁটা বা হাড় বিঁধে মারা গেছে। আমাদের কোনো অভিযোগ নেই, আমরা ছেলের লাশ চাই।’

রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোয়েব হোসেন বলেন, ‘ওই রোগীকে হাসপাতালে মৃত অবস্থায় পরিবারের লোকজন নিয়ে এসেছে, তবে নিশ্চিত ঘটনা জানার জন্য ময়নাতদন্ত করতে হবে।’

রাজৈর থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, ‘ঘটনার বিষয়ে শুনেছি ও হাসপাতালে ফোর্স পাঠিয়েছি। তবে ভুক্তভোগী পরিবারের কোনো অভিযোগ নেই।’