মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৯

Looks like you've blocked notifications!
মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে আজ রোববার সকালে যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে ১৬ জন নিহত হয়। ছবি : এনটিভি

মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে এ পর্যন্ত ১৯ জনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। আজ রোববার (১৯ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহণের একটি বাস পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসটি দুমড়েমুচড়ে যায়। সকাল সোয়া ৮টা পর্যন্ত বাসের মধ্যে থেকে ১৪ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহতদের মধ্যে দুজন হাসপাতালে নেওয়ার পথে এবং তিনজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। তবে নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, ‘বাস নিয়ন্ত্রণ হারিয়ে খদে পড়ে গেলে বহু মানুষ হতাহত হয়েছে। উদ্ধার কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’

পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ‘বাস দুর্ঘটনায় এ পর্যন্ত ১৯ জন নিহতের খবর পেয়েছি। তবে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’