মাদ্রাসাছাত্রকে ‘পিটিয়ে আহত’, শিক্ষক গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
মাদ্রাসা শিক্ষকের হাতে নির্যাতনের শিকার ছাত্র আবু সুফিয়ান মেহেদী। ছবি : সংগৃহীত

ময়মনসিংহে একটি কওমি মাদ্রাসার ছাত্রকে পিটিয়ে আহত করার ঘটনায় এক শিক্ষক গ্রেপ্তার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে আহত ছাত্র আবু সুফিয়ান মেহেদীর বাবা মামলা করলে অভিযুক্ত শিক্ষক মো. ফুয়াদ হাসানকে (২৭) গ্রেপ্তার করে পুলিশ।

আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ।

অভিযোগ থেকে জানা যায়, ময়মনসিংহের দাওয়াতুল হক কওমি মাদ্রাসায় এক বছর ধরে পড়াশুনা করছে মেহেদী। পড়া দিতে না পারায় গত বুধবার সকালে তাকে মারধর করা হয়। নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চায়না মোড় এলাকার ওই মাদ্রাসার শিক্ষক মো. ফুয়াদ হাসান মেহেদীকে মারধর করেন। এতে অসুস্থ হয়ে যায় মেহেদী। খবর পেয়ে স্বজনেরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

মেহেদীর বাবা মহসিন আহমেদ এনটিভি অনলাইনকে বলেন, ‘গত বুধবার সকাল ৬টায় মেহেদীকে ব্যাপক মারধর করেন শিক্ষক। এতে তার পিঠে বেতের দাগ বসে যায়। এ ঘটনা কাউকে না বলার জন্য মেহেদীকে শাসান শিক্ষক ফুয়াদ। এমনকি হুমকিও দেন। পরে অন্যের মাধ্যমে বিকেলে ছেলেকে নির্যাতনের খবর পেয়ে তাকে নিয়ে হাসপাতালে চিকিৎসা করান।’