মাদ্রাসা থেকে ৫ দিন ধরে ছাত্র নিখোঁজ

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জে হারিয়ে যাওয়া মাদ্রাসা ছাত্র ইয়াসিন মোল্লা। ছবি : এনটিভি

সিরাজগঞ্জের বেলকুচিতে মাদ্রাসা থেকে ইয়াসিন মোল্লা (১২) নামে এক ছাত্র পাঁচ দিন যাবত নিখোঁজ রয়েছে। সে বেলকুচি উপজেলার বড়ধূল গ্রামের আব্দুল আজিজ মোল্লার ছেলে ও উপজেলার শেরনগর শাহী মাদ্রাসার ছাত্র। ইয়াসিন মোল্লা ১৮ পারার কোরআনের হাফেজ।

নিখোঁজ ইয়াসিন মোল্লার বাবা আব্দুল আজিজ মোল্লা আজ শনিবার (১৩ মে) দুপুরে এতথ্য নিশ্চিত করে বলেন, “ঈদের ছুটি শেষে মাদ্রাসায় চলে যায় ইয়াসিন। এর মধ্যে এক বার সে বাড়িতে এসে আবার মাদ্রাসায় চলে যায়। গত মঙ্গলবার (৯ মে) বিকেলে মাদ্রাসা থেকে মোবাইলফোনে জানানো হয় ইয়াসিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর আমরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ শুরু করি। আজ শনিবার দুপুর পর্যন্ত তার সন্ধান না পেয়ে থানায় এসেছি সাধারণ ডায়েরি করার জন্য।”

বেলকুচি থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মোতালেব বলেন, “মাদ্রাসা ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না এমন অভিযোগে তার বাবা থানায় এসেছেন সাধারণ ডায়েরি করার জন্য। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”