মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে অষ্টমীর স্নানোৎসব

Looks like you've blocked notifications!
মানিকগঞ্জ জেলা শহরের বেউথাঘাট এলাকায় কালীগঙ্গা নদীতে অন্নপূর্ণা সেবা সংঘের উদ্যোগে অষ্টমী স্নানোৎসবের আয়োজন করা হয়। ছবি : এনটিভি

মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে অন্নপূর্ণা সেবা সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে অষ্টমী স্নানোৎসব। জেলা শহরের বেউথাঘাট এলাকায় আজ শনিবার ভোর ৬টায় শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত এই স্নান অনুষ্ঠিত হয়।

দূরদূরান্ত থেকে আসা হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, তরুণ-তরুণী পুণ্যলাভের আশায় ফুল, বেলপাতা, তুলসীপাতা, কলাপাতা দিয়ে গঙ্গাদেবীর আরাধনা করেন। তারা পুরোহিতদের চাল, টাকা-পয়সাও দেন।

অষ্টমীস্নান উপলক্ষে নদীর তীরে বসে গ্রামীণ মেলা। নানা ধরনের খাবারের পাশাপাশি ঢোল, তবলাসহ নানা ধরনের খেলনা কিনতে ক্রেতাদের ভিড় দেখা যায়।

এই অষ্টমীস্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী।

অন্নপূর্ণা সেবা সংঘের সভাপতি অ্যাডভোকেট দিলীপ কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত অষ্টমীস্নানের আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুমার সাহাসহ অনেকেই।

পাপমুক্ত হতে গঙ্গাদেবীকে তুষ্ট করতেই প্রতি বছর বাসন্তী পূজার অষ্টমী তিথিতে অন্নপূর্ণা সেবা সংঘের উদ্যোগে এ স্নানের আয়োজন করা হয়।