মানিকগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫

Looks like you've blocked notifications!
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহণ ও সেবা গ্রিন লাইন পরিবহণের মুখোমুখি সংঘর্ষ। ছবি : এনটিভি

মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে  সেলফি পরিবহণ এবং সেবা গ্রিন লাইন পরিবহণের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় গাড়ির কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছেন।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন জানান, আজ সকাল সাড়ে দশটার দিকে ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকাগামী সেলফি পরিবহণের সঙ্গে পাটুরিয়াগামী সেবা গ্রিন লাইন পরিবহণের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় কেউ নিহত না হলেও আহত হয়েছে কমপক্ষে ২৫ যাত্রী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে প্রায় আধাঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

এক প্রত্যক্ষদর্শী জানান, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে দুর্ঘটনাটি তার বাড়ির সামনেই ঘটেছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা উভয় গাড়ি থেকে কমপক্ষে ২৫-৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। উদ্ধার তৎপরতায় শামিল হন ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরাও।