মানুষকে কর্মক্ষম, উদ্যোক্তা ও স্বাবলম্বী করাই সরকারের লক্ষ্য : প্রাণিসম্পদমন্ত্রী

Looks like you've blocked notifications!
পিরোজপুর সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আজ রোববার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। ছবি : এনটিভি

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘দেশের প্রত্যেকটা মানুষকে কর্মক্ষম করা, তাদের উদ্যোক্তায় পরিণত করা এবং তারা যাতে স্বাবলম্বী হতে পারে সেদিকে এগিয়ে নিয়ে যাওয়াই বর্তমান সরকারের লক্ষ্য।’ 

আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) পিরোজপুর সদর ক্লাস্টারের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এ কথা বলেন।

মৎস্য অধিদপ্তরের অধীন সাসটেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পনেন্ট থ্রি কমিউনিটি ট্রান্সফর্মেশন যুব উৎসব উদযাপন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী চান একজন মানুষও বেকার থাকবে না, তিনি যেন নিজের পায়ে দাঁড়াতে পারেন; তিনি যেন উদ্যোক্তা হতে পারেন। এই পৃষ্ঠপোষকতা দেওয়ার ভেতর থেকে বাংলাদেশকে আমরা স্বাবলম্বী করতে চাচ্ছি। শেখ হাসিনা সরকারের আমলে দেশের কোথাও ক্ষুধা-দারিদ্র্য থাকবে না, বৈষম্য থাকবে না—খাবারের অভাব থাকবে না। সেজন্য আমরা বিভিন্ন পর্যায়ের কাজ করছি। এক ইঞ্চি জমিও যাতে খালি পড়ে না থাকে—সেখানে ফসল চাষ করতে হবে। প্রয়োজনে সবজি চাষ করতে হবে।’ 

মন্ত্রী আরও বলেন, ‘আমরা যদি সবাই স্বাবলম্বী না হই, দীর্ঘদিন হাত পেতে থাকা কোনো মানুষের কিন্তু আত্মমর্যাদা থাকে না। কারও মুখাপেক্ষী হয়ে থাকা মানুষের কোনো সম্মান থাকে না। সরকার চেষ্টা করছে—সরকারের একক চেষ্টায় নয়, আমরা সম্মিলিতভাবে এগিয়ে যাব।’

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক আনিছুর রহমান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহান।

অনুষ্ঠানের আগে প্রধান অতিথি ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান হিসেবে শতাধিক জেলের মধ্যে বকনা বাছুর, বৈধ জাল এবং ৪০টি ছাগল বিতরণ করেন।