মানুষের কল্যাণে কাজ করার আহ্বান হুইপ ইকবালুর রহিমের
মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য ইকবালুর রহিম। তিনি বলেছেন, বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে সব ধর্মের মানুষকে নিয়ে কাজ করছেন।
দিনাজপুরে শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৭তম জন্মদিনে আজ শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে হুইপ এ কথা বলেন। রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন এই অনুষ্ঠান আয়োজন করে।
হুইপ বলেন, ‘সব ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। দেশের সব মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে বর্তমান সরকার। আমাদের দেশে সব ধর্মের মানুষ তাঁদের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করতে পারেন। সরকার নিরাপত্তাসহ সব ধরনের সহযোগিতা করছে।’
অনুষ্ঠানে দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), রামকৃষ্ণ মিশন ম্যানেজিং কমিটির সভাপতি শ্রী অজয় কুমার চ্যাটার্জী, সহসভাপতি ডা. শান্তনু বসু, সদস্য শ্রী শ্যামল সরকার, স্বামী সমানন্দ। সঞ্চালনায় ছিলেন দিনাজপুর বিশিসপ-এর সাংস্কৃতিক সম্পাদক হারুন উর রশিদ।
দুই দিনব্যাপী উৎসবের প্রথম দিনে আছে—প্রসাদ বিতরণ, কবিগান, সংগীত প্রতিযোগিতা, ভক্তিগীতি ইত্যাদি।