মানুষের মাঝে বেঁচে থাকবেন আবুল হাসনাত : তাপস

Looks like you've blocked notifications!
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। ফাইল ছবি

ব্যারিস্টার আবুল হাসনাত গুরুত্বপূর্ণ ঘটনাবলির সাক্ষী হয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন বলেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ব্যারিস্টার আবুল হাসনাত যেমন ঢাকা পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, তেমন একাধারে ঢাকা মিউনিসিপ্যাল করপোরেশন ও ঢাকা সিটি করপোরেশনের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা সিটি করপোরেশনের কর্মযজ্ঞের বিস্তৃতি ও নাগরিক সেবাদানে গতিশীলতা বৃদ্ধি করেছেন। 

আজ রোববার এক প্রতিক্রিয়ায় শোক জানিয়ে তাপস এসব কথা বলেন।

ব্যারিস্টার আবুল হাসনাতের সম্মানে আজ রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ছুটি ঘোষণা করা হয়েছিল।  এদিন করপোরেশনের প্রধান কার্যালয়সহ সব আঞ্চলিক কার্যালয় বন্ধ ছিল। তবে, হাসপাতাল, বিদ্যুৎ বিভাগসহ অতি জরুরি সেবাসমূহ ছুটির আওতা বহির্ভূত ছিল। 

ঢাকা পৌর করপোরেশনের প্রথম মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত গত শুক্রবার ভোর ৫টায় লন্ডনে নিজের বাসায় ইন্তেকাল করেন।