মানুষ ছাত্রলীগ পরিচয় দিতে গর্ববোধ করে : ত্রাণ প্রতিমন্ত্রী

Looks like you've blocked notifications!
আজ বুধবার বিকেলে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। ছবি : এনটিভি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, মানুষের পাশে দাঁড়ানোর মত মানবিক কাজ করেই ছাত্রলীগ জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। আজ মানুষ ছাত্রলীগ পরিচয় দিতে গর্ববোধ করে। আমিও ছাত্রলীগকে নিয়ে গর্ববোধ করি। বর্তমানে ছাত্রলীগ একটি গৌরবের সংগঠন হয়ে দাঁড়িয়েছে।

আজ বুধবার (৪ জানুয়ারি) বিকেলে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির ডাস চত্বরে অনুষ্ঠিত বছরব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর স্বপ্ন অনুযায়ী মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশে ছাত্রলীগ থাকলে আওয়ামী লীগ কখনো কোনো সংকটে পড়বে না। আজ বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মীর দিকে তাকালেই দেখা যায়, তারা কত স্মার্ট! কত উজ্জ্বল! আজকের ছাত্রলীগকে দেখে আমি বলতে চাই, ‘রাইজিং বাংলাদেশ’, ‘শাইনিং বাংলাদেশ’। বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা যে সোনার বাংলার স্বপ্ন দেখেছেন, আমি বিশ্বাস করি এই ছাত্রলীগ দিয়েই সেই স্বপ্ন পূরণ হবে।’

ডা. এনামুর রহমান বলেন, ‘ছাত্রলীগের নাম আমি শুনলেই উজ্জীবিত হই, উদ্দীপনা পাই। ছাত্রলীগ যেখানে ডাক দেয় সেখানেই চলে যাই। ছাত্রলীগকে ভালোবাসি ছাত্রলীগের কাজের জন্য। ইতিপূর্বে আমরা দেখেছি, যখন কৃষকরা ধান কাটতে পারছিল না, ছাত্রলীগ তাদের ধান কেটে দিয়ে সহযোগিতা করেছে। নানা দুর্যোগে ও সংকটে অনাহারীর মুখে ছাত্রলীগ খাবার তুলে দিয়েছে। করোনা মহামারীতেও ছাত্রলীগ বিভিন্ন মানবিক কাজে অংশ নিয়েছে। সিলেট-সুনামগঞ্জের বন্যায় ছাত্রলীগের নেতাকর্মীরা, এমনকি ছাত্রলীগের নারী নেত্রীরাও বুক পানিতে নেমে ত্রাণ বিতরণ করেছে।’

বিভিন্ন সময়ে ছাত্রলীগের অবদান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘অনেকে আছেন যারা ছাত্রলীগের শুধু ভুল ধরেন। কিন্তু আমরা দেখেছি সিলেট-সুনামগঞ্জে ছাত্রলীগ কি করেছে। প্রতিষ্ঠার পর থেকেই ভাষা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন, বঙ্গবন্ধুকে মুক্তির আন্দোলন, ৭১ এর মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ নানা ঐতিহাসিক প্রেক্ষাপটে এই ছাত্রলীগের অবদান রয়েছে।’

ডা. এনামুর রহমান আরও বলেন, ‘ছাত্রলীগ দেশের সব সংকটে মানুষের পাশে দাঁড়িয়েছে। সূচনা থেকেই জাতির কল্যাণের জন্য অবিরাম পরিশ্রম করে যাচ্ছে। ছাত্রলীগ অত্যন্ত পরিশ্রম করে যেভাবে শক্তিশালী হয়েছে, যেভাবে শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করছে, প্রাকৃতিক দুর্যোগ বা মহামারিতে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, ঠিক সেভাবেই যেন আগামী দিনগুলোতেও ছাত্রলীগ এগিয়ে যায়, সেটাই প্রত্যাশা।’

৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ কর্মসূচির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আজকের শীতবস্ত্র বিতরণের আয়োজনটি নিঃসন্দেহে ছাত্রলীগের একটি মানবিক আয়োজন। তীব্র শীতের মধ্যে তারা অনুধাবন করতে পেরেছে যে, মানুষের পাশে দাঁড়াতে হবে। ছাত্রলীগের এই আয়োজন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের জনপ্রিয়তা আরও বহু গুণে বাড়িয়ে দেবে। জনগণ এই ধরনের মানবতাবাদী কাজগুলোই দেখতে চায়।’

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল। এ ছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন  শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।