বিচারপতি জাহাঙ্গীর হোসেন জানান

মামলার দীর্ঘসূত্রতা পরিহারে ৮ বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে

Looks like you've blocked notifications!
মেহেরপুর সার্কিট হাউজে মঙ্গলবার সকালে বিচার বিভাগীয় কর্মকর্তাদের আলোচনার মাঝে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন। ছবি : এনটিভি

বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন বলেছেন, ‘ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ, প্রশাসন, আদালতে যার যে দায়িত্ব তা যথাযথ পালন করা হচ্ছে কিনা তা প্রতিটি জেলায় মনিটরিং করা হবে। বিচার বিভাগকেও আধুনিকায়ন করা হচ্ছে। মানুষ যাতে রায়ের ভাষা সঠিকভাবে বুঝতে পারে, সেজন্য বাংলায় রায় লেখার উদ্যোগ নিয়েছে বিচার বিভাগ। রেফারেন্স ও আইনগুলো ইংরেজিতে আছে, সেগুলোও বাংলায় রূপান্তর করা হচ্ছে।’

মেহেরপুর সার্কিট হাউজে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের আলোচনার মাঝে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘মামলার আধিক্য হ্রাস ও দীর্ঘসূত্রতা পরিহারের লক্ষ্যে ৮টি বিভাগের জন্য মনিটরিং কমিটি গঠন করে আট জন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে দ্রুত বিচার পায়, সেজন্য প্রধান বিচারপতি কাজ করছেন। পুরাতন মামলাগুলো কেন দ্রুত নিষ্পত্তি হচ্ছে না, সেগুলো সমাধানের জন্য কাজ করা হচ্ছে।’

এ সময় সেখানে উপস্থিত ছিলেন- মেহেরপুরের জেলা ও দায়রা জজ ওয়ালিউল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তহিদুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিরিন নাহার, যুগ্ম জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিন, এইস এম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসান ও লিঙ্কন বিশ্বাস।