মারা গেল নড়াইলে হাতুড়িপেটা সেই তরুণ

Looks like you've blocked notifications!
জুয়েল ভূঁইয়া। ছবি : সংগৃহীত

নড়াইলে হাতুড়িপেটায় আহত সেই তরুণ জুয়েল ভূঁইয়া (১৮) মারা গেছে। খুলনা ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার রাত ৮টার দিকে মারা যায় সে। তিন দিন ধরে ওই হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি।

জুয়েল নড়াইল সদরের বাঁশগ্রাম ইউনিয়নের কর্মচন্দ্রপুর গ্রামের পান্নু ভূঁইয়ার ছেলে।

জানা যায়, জুয়েলের চাচাতো ভাই আল আমিন জানান, কর্মচন্দ্রপুর গ্রামে সিকদার ও ভূঁইয়া বংশের দ্বন্দ্ব চলে আসছিল। জুয়েল বাড়ির পাশের মাদ্রাসা বাজারে একটি দোকানের কর্মচারি হিসেবে কাজ করে। প্রতিদিনের মতো গত সোমবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে ভ্যানযোগে দোকানে যাচ্ছিলেন। পথিমধ্যে বেদভিটায় পৌঁছালে কর্মচন্দ্রপুর গ্রামের ছয়জন জুয়েলকে হাতুড়ি দিয়ে মাথায়, বুকে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে।

এ ঘটনায় ছয়জনকে আসামি করে জুয়েলের চাচা মান্নান ভূঁইয়া মামলা করেন। ওই মামলায় পুলিশ একজনকে গ্রেপ্তার করে। 

জুয়েল মারা গেলে আজ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্বে) মো. মাহমুদুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ‘ব্যস্ত আছেন, পরে কথা বলবেন’ বলে রেখে দেন।