মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
লক্ষ্মীপুরে মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে অভিমানে স্কুলছাত্র আজিম হোসেন (১৩) আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যায় সদর উপজেলার লাহারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আজিম লাহারকান্দি গ্রামের লক্ষ্মীপুর ম্যাজিস্ট্রেট আদালতের অফিস সহায়ক মহিন উদ্দিনের ছেলে ও বাইশমারা মডেল একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, আজিমরা তিন ভাই। আজিম সবার বড়। ঘটনার আগে তার মা ছোট ভাইদের টাকা দিচ্ছিলেন। এটি দেখে সেও মায়ের কাছ থেকে টাকা চায়। কিন্তু তাকে টাকা দেওয়া হয়নি। এতে অভিমান করে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয়। তার মায়ের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘরে আসে। পরে স্টিলের দরজা কেটে রুমে ঢুকে আজিমের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইয়াকুব আলী বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি। অভিমান করেই ছেলেটি আত্মহত্যা করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া থানায় একটি অপমৃত্যুর ডায়েরি করা হয়েছে।’