মায়ের হাত ছাড়তেই পিকআপভ্যান নিয়ে গেল মারিয়াকে
লক্ষ্মীপুরে পিকআপভ্যান চাপায় মারিয়া আক্তার (৭) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। আজ রোববার বিকেলে পৌরসভার আটিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা পিকআপসহ চালক মামুন হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
নিহত মারিয়া আক্তার সদর উপজেলার কাফিলাতলী এলাকার নিজাম উদ্দিনের মেয়ে ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মারিয়া তার মায়ের সঙ্গে লক্ষ্মীপুর পৌরসভার আটিয়াবাজার এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে আসে। এ সময় সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে সড়ক পারাপারের সময় দ্রুতগামী পিকআপটি শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় চালককে আটক করা হয়েছে।