মা-মেয়েকে আটকে রেখে যুবলীগ নেতার নির্যাতনের অভিযোগ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/03/03/-munshiganj-photo.jpg)
মুন্সীগঞ্জে কেন্দ্রীয় যুবলীগ সদস্য আজমির শেখের বিরুদ্ধে নির্যাতন, হুমকির অভিযোগ তুলে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সুবর্না আক্তার নামের এক ভুক্তভোগী নারী। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের শফিউদ্দিন আহমেদ মিলনায়তনে সপরিবারে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন ওই নারী। ভুক্তভোগী সুবর্না ও তাঁর মাকে ৫০ দিন বাসায় আটকে রেখে আজমির শেখ নির্যাতন করেছেন বলে অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে সুবর্না আক্তার বলেন, ‘যুবলীগ নেতা আজমির শেখের ভাই প্রিন্স শেখের আত্মহত্যাকে কেন্দ্র করে আমার বাবা ও ভাইদের মেরে ফেলার হুমকি দিয়ে বাসা থেকে বের করে দেন আজমির। আমাকে ও আমার মাকে ৫০ দিন বাসায় আটকে রেখে ঘরে তালা দিয়ে বাইরে সন্ত্রাসী দিয়ে পাহারায় রাখে। এ সময় কোনোমতে একবেলা রুটি-মুড়ি খেয়ে বেঁচে ছিলাম। প্রতিদিন শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন তিনি। এছাড়া এসিড দিয়ে জ্বালিয়ে দেওয়ার ও ধর্ষণ করার বলে হুমকিও দেন।’
‘থানায় অভিযোগ করার পরও পুলিশের উপস্থিতিতে আমার ভাইদের মারধর করে আজমীরের সন্ত্রাসী বাহিনী। আমরা নির্যাতন থেকে বাঁচতে চাই।’–বলেন ভুক্তভোগী সুবর্না আক্তার। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুবর্নার বাবা দুলাল শেখ, মা মিনু বেগম ও ভাই সবুজ।