মিজান বাহিনীর বিরুদ্ধে নারায়ণগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জে বিক্রমপুর সোসাইটির সাধারণ প্লট মালিকরা আজ মঙ্গলবার মানববন্ধন ও বিক্ষোভ করে। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জে মিজান বাহিনীর বিরুদ্ধে ভূমি দখল ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এই অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিক্রমপুর সোসাইটির সাধারণ প্লট মালিকরা।

আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্রমপুর সোসাইটির চেয়ারম্যান মো. জুলাসের সভাপতিত্ত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মামুন মির্জাসহ অনেকেই।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন মিজান বাহিনী নারায়ণগঞ্জের কাশিপুর এলাকায় বিক্রমপুর সোসাইটিতে জোরপূর্বক সাইনবোর্ড লাগিয়ে রেখেছে। এই সোসাইটিতে ৬৫ জন প্লট মালিক জিম্বি সন্ত্রাসী মিজান বাহিনীর কাছে। যে পর্যন্ত ২০ লাখ টাকা চাঁদা না দেওয়া হবে, সাইনবোর্ড সরাবে না বলে জানিয়েছেন মিজান বাহিনীর সদস্যরা। 

বক্তারা  সন্ত্রাসী মিজান বাহিনীকে গ্রেপ্তার করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান।