মিরপুর থেকে কিশোর গ্যাংয়ের লিডারসহ গ্রেপ্তার ৩

Looks like you've blocked notifications!

রাজধানীর মিরপুর এলাকা থেকে তিন কিশোরকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এরা কিশোর গ্যাং ‘অপুর দল’-এর সদস্য। গ্রেপ্তারকৃতদের মধ্যে দলটির প্রধানও রয়েছে।

গতকাল বৃহস্পতিবার তাদেরকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুরে র‌্যাব-৪-এর অপারেশনস অফিসার জিয়াউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি চায়নিজ কুড়াল, একটি ফোল্ডিং চাকু, একটি চাপাতি, ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কিশোররা মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, ইভটিজিংসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকার বিষয় স্বীকার করেছে বলেও জানিয়েছে র‌্যাব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিশোররা দীর্ঘদিন ধরে রাস্তাঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। এ ছাড়া, এলাকায় কোনো অপরিচিত লোক দেখলে তাকে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত। এদের চলাফেরা বেপরোয়া।