মুক্তিযুদ্ধে গণহত্যার ডিজিটাল ম্যাপিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Looks like you've blocked notifications!
দিনাজপুরে আজ সোমবার গণহত্যার ইতিহাস ও ডিজিটালাইজেশন প্রসঙ্গে ডিজিটাল ম্যাপিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ছবি : এনটিভি

দিনাজপুরে গণহত্যার ইতিহাস ও ডিজিটালাইজেশন প্রসঙ্গে ডিজিটাল ম্যাপিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। আজ সোমবার জেলার সরকারি মহিলা কলেজ মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রকল্প গণ্যহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোজাম্মেল বিশ্বাস। এ সময় বক্তব্য দেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. ছাইয়েদুল হক।

এ সময় মূল প্রবন্ধকার হিসেবে প্রবন্ধ পাঠ করেন গণহত্যা জাদুঘর খুলনার ট্রাস্টি সম্পাদক ড. চৌধুরী শহীদ কাদের। অনুষ্ঠানে আলোচক ছিলেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনী রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আলী ছায়েদ। স্বাগত বক্তব্য দেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুদ্দিন ইমরান। সঞ্চালকের দায়িত্বে ছিলেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক আশা লতা।

এ সময় মূল প্রবন্ধকার ডা. চৌধুরী শহীদ কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশে গণহত্যা ও নির্যাতনে নির্মম সাক্ষী ৬৪টি জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল। সেই চিত্র পুস্তিকা আকারে প্রকাশ করেন ড. মুনতাসির মামুন। এবার আইটি সেক্টরে ডিজিটাল ম্যাপিং হিসেবে সেই তথ্য প্রকাশ পাবে। এ ধরনের ডিজিটাল ম্যাপিং কার্যক্রম এটাই প্রথম।’

সেমিনারে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর ও দিনাজপুর জেলার গবেষকরা অংশগ্রহণ করেন।