‘মুজিব বর্ষ’ উদযাপন করবে অ্যাটকো

‘মুজিব বর্ষ’ উদযাপনের ঘোষণা দিয়েছে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)।
আগামী ১০ জানুয়ারি ‘মুজিব বর্ষ’-এর ক্ষণগণনার দিন থেকে চ্যানেলগুলো আলাদাভাবে নানা অনুষ্ঠান করার পাশাপাশি অ্যাটকো সম্মিলিতভাবে উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করবে।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংগঠনটির পঞ্চম বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।
পরে অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী জানান, আগামী দুই দিনের মধ্যে পুরো অনুষ্ঠানসূচি চূড়ান্ত হবে। তিনি আরো জানান, টিভি চ্যানেলগুলো বছর জুড়ে নিজেদের মতো করে মুজিব বর্ষের নানা অনুষ্ঠান করবে; এর বাইরে অ্যাটকোর পক্ষ থেকে সম্মিলিতভাবেও অনুষ্ঠান করা হবে।
সাধারণ সভায় বেসরকারি টিভি চ্যানেলগুলোর মালিক ও এর প্রতিনিধিরা অংশ নেন।
‘মুজিব বর্ষ’ উদযাপনের ঘোষণা দিয়েছে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)। ছবি : এনটিভি