মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে প্রাণ গেল শিশুর, দগ্ধ মা-বোন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/10/19/munshigonj-fire-photo_0.jpg)
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অগ্নিকাণ্ডে আয়াত নামের এক শিশু (১) নিহত হয়েছে। এ সময় অগ্নিদগ্ধ হয়েছে তার মা খাদিজা আক্তার মিম (২৫) ও বোন আয়েশা আক্তার (২)।
উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পূর্ব মুন্সীয়া গ্রামের একটি ভবনের তৃতীয় তলায় শয়নকক্ষে গতকাল সোমবার রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে কী কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে, তা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
স্থানীয়রা জানান, কুকুটিয়া ইউনিয়নের পূর্ব মুন্সীয়া গ্রামের একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের পর ধোয়া দেখতে পেয়ে শয়নকক্ষের দরজা ভেঙে মাসহ দুই শিশুসন্তানকে উদ্ধার করেন স্থানীয়রা।
পরে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক শিশু আয়াতকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া তার মা খাদিজা আক্তার মিম ও বোন আয়েশা আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, অগ্নিকাণ্ডের বিষয়টি রহস্যজনক। এসি বিস্ফোরণের কোনো চিহ্ন নেই। কয়েল থেকে আগুন লাগলে নিচ থেকে ওপরের দিকে যেত। আগুন ওপর থেকে নিচের দিকে নেমে এসেছে বলে বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
শ্রীনগর ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মাহফুজ রিবন জানান, প্রাথমিকভাবে এখনও এই অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
এরই মধ্যে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।