মুন্সীগঞ্জে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/07/07/munshigonj-photo.jpg)
জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ১৯ বছর পেরিয়ে ২০ বছরে পদার্পণ উপলক্ষ্যে গত ৩ জুলাই আলোচনা সভা ও কেককাটার আয়োজন করা হয়। মুন্সীগঞ্জ প্রেসক্লাবের চারণ সাংবাদিক সফিউদ্দিন আহম্মেদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) আব্দুল মোমেন। এনটিভির মুন্সীগঞ্জের স্টাফ রিপোর্টার মঈনউদ্দিন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আলম, মুন্সীগঞ্জ সদর উপজলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মাল্লাকাদি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিপন হোসেন পাটোয়ারী, প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহীন, সাংবাদিক মঞ্জুর মোর্শেদ, মাহাবুবুর রহমান, কাজী সাব্বির আহাম্মদ দীপু, মামুনুর রশীদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এসপি আব্দুল মোমেন বলন, ‘বাংলাদেশ আর্থিকভাবে এগিয়েছে। তবে, মনস্তাত্ত্বিকভাবে এখনও আমরা এগোতে বা উন্নত হয়ে উঠতে পারিনি। তা না হলে, পদ্মা সেতুর নাট-বল্টু খুলে অপপ্রচার চালায় কেউ? এটি তো দেশদ্রোহীতুল্য কাজ, বিকৃত রুচির বহিঃপ্রকাশও।’
আব্দুল মোমেন আরও বলেন, ‘পদ্মা সেতু আমাদের দেশের সম্পদ। দেশ তো আমাদের সবার, এজন্য ভালো সংবাদ প্রকাশ করতে হবে, উন্নয়নমূলক সংবাদ পরিবেশন করতে হবে। উদ্দেশ্যমূলকভাবে এবং কাউকে হেয়-প্রতিপন্ন করে সংবাদ প্রকাশ করা মানে বাহাদুরি নয়।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আতিকুর রহমান টিপু, সুমন ইসলাম, স্পেশাল পিপি অ্যাডভোকেট লাবলু মোল্লা, সেতু ইসলাম, গোলজার হোসেন, শেখ মো. রতন, নাদিম হোসাইন, হাসান জুয়েল, চাকলাদার তানজিল হাসান, সাইফুর রহমান টিটু, মুএর সাবেক সাধারণ সম্পাদক নুপুর চৌধুরী, কায়সার সামীর, শিহাবুল আহমদ, আরাফাত রায়হান সাকিব, নিতুল হোসেন, আসাদুজ্জামান জীবন, মুন্সীগঞ্জ সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক লিটন হোসেন, আরিফ আহমেদ, লক্ষণ কর্মকার, সুমিত সুমন প্রমুখ।