মুন্সীগঞ্জে ক্রেনের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল। ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের মোহাম্মদ আজিম (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পশ্চিম মুক্তারপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে জাহাজ থেকে একটি সিমেন্ট ফ্যাক্টরির ক্লিংকার খালাস করার সময় ক্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। 

নিহত আজিম ‘নূর সাকিয়া-১’ নামক জাহাজের গ্রিজার (ইঞ্জিনচালক)। 

প্রত্যক্ষদর্শী জাহাজের মাস্টার সবুজ মিয়া জানান, আজ সকালে শ্রমিকরা জাহাজ থেকে সিমেন্ট ফ্যাক্টরির কাঁচামাল খালাস করছিলেন। এ সময় আজিম জেটিতে উঠতে গেলে ক্রেনের ধাক্কায় মাথায় আঘাত পান। গুরুতর আহত অবস্থায় তাঁকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ক্রেনের ধাক্কায় ওই শ্রমিকের মৃত্যু হয়। তবে, ফ্যাক্টরি কর্তৃপক্ষ পুলিশকে না জানিয়ে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে শুনেছি।’