মুন্সীগঞ্জে পাঁচ হত্যাকারির বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/11/12/munsiignyj.jpg)
মুন্সীগঞ্জের গজারিয়ায় আলোচিত ফাইভ মার্ডারের সাথে জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন এলাকাবাসীর। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জের গজারিয়ায় আলোচিত ফাইভ মার্ডারের সাথে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার দুপুর ১২টার দিকে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের চরবলাকী এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে নিহতের স্বজন ও এলাকাবাসী। মানববন্ধনে এলাকাবাসী ও স্বজনরা অভিযোগ করেন, আলোচিত ফাইভ মার্ডার মামলার আসামিরা জামিনে এসে দায়েরকৃত মামলা তুলে নিতে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে।
এছাড়া ওই মামলার ১৭ জন আসামি প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। তাদের গ্রেপ্তারে কোনো উদ্যোগ নেই পুলিশের।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৪ জুলাই উপজেলার চরবলাকী ট্যাডি বাজার এলাকায় আলোচিত ফাইভ মার্ডারের ঘটনা ঘটে। নিহত ৩ জনের মরদেহের সন্ধান পাওয়া গেলেও মেলেনি ২ জনের মৃতদেহ। ২ জনের মৃতদেহ গুমের অভিযোগ স্বজনদের।