মুন্সীগঞ্জে পোস্টার লাগানোর সময় ছাত্রদলের ৪ কর্মী আটক

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপি নেতার মুক্তির দাবিতে পোস্টার লাগাতে গিয়ে আটক ছাত্রদলের চার নেতাকর্মী। ছবি : এনটিভি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনের মুক্তির দাবিতে পোস্টার লাগাতে গিয়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশের হাতে আটক হয়েছেন ছাত্রদলের চার কর্মী।

গতকাল গভীর রাতে গজারিয়া থানার আশপাশ থেকে তাদের আটক করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

আটকরা হলেন ইমামপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিমেল (১৮), বাউশিয়া ইউনিয়ন ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মারুফ আহমেদ সাহেদ (১৮), ছাত্রদলকর্মী রোহান (২১) ও তানভীর (১৯)।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী বলেন, ‘গতকাল দিনগত রাত বারোটার দিকে থানার দেওয়ালে পোস্টার লাগানোর সময় তাদের হাতেনাতে আটক করা হয়। তাদের কর্মকাণ্ডে নাশকতার পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা। ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।’  

ঘটনার সত্যতা স্বীকার করে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান বলেন, ‘ছাত্রদলের চারজন নেতাকর্মী আটক হয়েছে। আটক নেতাকর্মীর মুক্তির দাবিতে তারা পোস্টার লাগাতে গিয়েছিলেন, এটাই তাদের অপরাধ। তাদের জামিনের ব্যাপারে আমরা চেষ্টা চালাচ্ছি।’