মুন্সীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বজনদের আহাজারি। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে রিফা আক্তার (২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের বেগমবাজার এলাকার চর খাসকান্দির বসতঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। তাঁর স্বামী কুয়েত প্রবাসী। রিফার পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেছে শ্বশুড়বাড়ির লোকজন।

 

জানা গেছে, ছয় মাস আগে পারিবারিকভাবে রিফা ও জাহিদুলের বিয়ে হয়। দুই মাসে আগে স্ত্রীকে রেখে কুয়েতে যান জাহিদুল।

নিহত গৃহবধূর বড় ভাই কামরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘তিন দিন আগে আমার বোনের শ্বশুড়বাড়িতে দাওয়াত নিয়ে গিয়েছিলাম। তাঁরা দাওয়াত গ্রহণ না করে আমাদের ফিরিয়ে দেন। গতকাল রাতেও আমার বোনের সঙ্গে ফোনে কথা হয়। তখনও তিনি স্বাভাবিক ছিলেন। আজ সকালে আমাদের ফোন দিয়ে জানানো হয়, আমার বোন আত্মহত্যা করেছে। আমার বোন আত্মহত্যা করার মতো মানুষ না। তারা আমার বোনকে মেরে ঝুলিয়ে রেখেছে।’

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক বলেন, ‘স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ময়নাতদন্তের প্রতিবেদনের ওপর ভিত্তি করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’