মুন্সীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলায় আহত অর্ধশত

Looks like you've blocked notifications!
মিছিলে বাধার মুখে মুন্সীগঞ্জের শ্রীনগর ও গজারিয়ায়  বিএনপি। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জের শ্রীনগর ও গজারিয়ায়  বিএনপির মিছিলে হামলা করেছে ছাত্রলীগ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার শ্রীনগর-দোহার বাইপাস সড়ক ও গজারিয়ার সোনালী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। বিএনপির দাবি—ছাত্রলীগের হামলায় অন্তত ৫০ নেতাকর্মী আহত হয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, উপজেলা বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা বাইপাস এলাকায় সকালে বিক্ষোভ মিছিল বের করে।

বিএনপির নেতাকর্মীরা বলছেন, ছাত্রলীগ মিছিল করে বাইপাসে এসে তাদের মিছিলে হামলা চালায় এবং নেতাকর্মীদের মারধর শুরু করে। এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুল ইসলাম খান, মহিলা দলের নেত্রী সেলিনা রিনা, যুবদলের সভাপতি জয়নাল আবেদীন জেমস, যুবদল নেতা মাসুদ রানা, বিএনপিনেতা মামুনসহ বেশ কয়েকজন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিএনপির দাবি, ছাত্রলীগ বিনা উসকানিতে তাদের মিছিলে হামলা করে অন্তত ৫০ জন নেতা কর্মীকে মারধর করে।

এদিকে, ১১টার দিকে সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারের নিচে অবস্থান নিয়ে বিএনপির নেতাকর্মীদেরকে ফিরিয়ে দেয়। এসময় তাদেরকে শ্রীনগরে প্রবেশেও বাধা দেওয়া হয়।

তবে, ছাত্রলীগের দাবি—বিএনপির লোকজন তাদের মিছিলের দিকে এগিয়ে এসে হট্টোগোল সৃষ্টি করে।

অপর দিকে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিএনপির নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিক্ষোভ মিছিল করেছে গজারিয়া উপজেলা বিএনপি। তারাও বাধার মুখে পড়েন।

উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুল ইসলাম খান বলেন, ‘আমিসহ আরও অনেকে আহত হয়েছেন। আহতদের ১০ থেকে ১২ জন শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।’

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ‘পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উদ্দিন আহমেদ বলেন, ‘হামলা বা বাধার খবর আমার  জানা নেই। তবে, বিএনপি বিক্ষোভ মিছিল করেছে, এটা জানি।’