মুন্সীগঞ্জে মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুরুষ ওই ব্যক্তির বয়স আনুমানিক বয়স ৪০ বছর।
আজ বুধবার সকাল ১০টার দিকে লৌহজং উপজেলার কুমারভোগে ঢাকা-মাওয়া মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে লৌহজং থানা পুলিশ।
জানা যায়, আজ সকাল থেকে একটি দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় পথচারীরা। পরে লৌহজং থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। তবে এখনও অজ্ঞাত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পয়ে কুমারভোগ এলাকায় মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করি। অজ্ঞাত ব্যক্তির শরীরে কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি। কিভাবে মারা গেছে তা জানতে ময়নাতদন্তের জন্য মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।