মুন্সীগঞ্জে মাদকের বড় চালান জব্দ
মুন্সীগঞ্জের গজারিয়া থেকে বিপুল মাদকসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গজারিয়ার ফরায়েজীকান্দি গ্রামের রাস্তায় প্রাইভেটকারটি থেকে এই মাদক জব্দ করা হয়।
জব্দ করা মাদকের মধ্যে ছিল—প্রায় ৪০কেজি গাঁজা, ২৫০ বোতল ফেনসিডিল ও তিন বোতল বিদেশি মদ। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার দাউদকান্দি থানার পুলিশের ধাওয়া খেয়ে একটি প্রাইভেটকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া পাখির মোড় দিয়ে মূল সড়ক থেকে ফরায়েজীকান্দি গ্রামের রাস্তায় নেমে যায়। পরে চালক এবং আরোহীরা সেটি রেখে পালিয়ে যায়। কিছুক্ষণ পর দাউদকান্দি পুলিশের সদস্যরা প্রাইভেটকারটির সন্ধান জানতে চাইলে স্থানীয়রা দেখিয়ে দেন। পুলিশ প্রাইভেটকারটি তল্লাশি করে মাদক জব্দ করে। তবে, ঘটনাস্থল মুন্সীগঞ্জের গজারিয়া থানা হওয়ায় বিষয়টি গজারিয়া থানা পুলিশকে জানানো হয়।
দাউদকান্দি মডেল থানার ইনচার্জ আলমগীর ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক গোবিন্দের নেতৃত্বে পুলিশের একটি দল কুমিল্লা থেকে ঢাকাগামী প্রাইভেটকারটি ধাওয়া করে। গাড়িটি মেঘনা-গোমতী সেতু পেরিয়ে পার্শ্ববর্তী গজারিয়া থানার ফরায়েজীকান্দি গ্রামে ঢুকে যায়। সেখানে গাড়ি থেকে বিপুল মাদক জব্দ করা হয়। ঘটনাস্থল গজারিয়া থানা এলাকায় হওয়ায় সেখানকার থানা পুলিশ বিষয়টি দেখছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। প্রাইভেটকারটি থেকে মাদক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।’