মুন্সীগঞ্জে সাংকৃতিককর্মীকে হামলার প্রতিবাদে মানববন্ধন

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি ও মিরকাদিম পৌর আওয়ামী লীগের উপদেষ্টা ম. মনিরুজ্জামান শরীফের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ও মিরকাদিম পৌর আওয়ামী লীগ উপদেষ্টা ম. মনিরুজ্জামান শরীফের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে আজ শুক্রবার (৭ এপ্রিল) বিকেল ৪টায় জেলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধন কর্মসূচিতে জেলার ৪১টি সংগঠনের নেতাকর্মীরা ম. মনিরুজ্জামান শরীফ উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন।

বক্তারা বলেন, মনিরুজ্জামান শরীফ একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি স্বচ্ছতার সঙ্গে রাজনীতিও করেন। যে সন্ত্রাসীরা তাঁকে হত্যা করার উদ্দেশে হামলা চালিয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির করা হোক।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট সুজন হায়দার জনি।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় মিরকাদিম থেকে বাড়ি ফেরার পথে রামগোপালপুর এলাকায় রাস্তায় ব্যারিকেট দিয়ে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে নির্মমভাবে পেটায় মনিরুজ্জামান শরীফকে।