মুন্সীগঞ্জে ‘১৫০ কোটি টাকা’র আইসসহ গ্রেপ্তার ৫

Looks like you've blocked notifications!
মাদক ক্রিস্টাল মেথের প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ থেকে ভয়ংকর মাদক—ক্রিস্টাল মেথসহ (আইস) পাঁচ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তাঁদের কাছ থেকে প্রায় দেড় লাখ পিস ইয়াবা এবং আটটি গুলিসহ দুটি পিস্তল জব্দ করা হয়েছে বলে দাবি র‍্যাবের।

আটকদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে, তাঁরা গতকাল বুধবার রাতে র‍্যাবের দুটি টিমের অভিযানে গজারিয়া উপজেলার কাজীপুরা ফেরি ঘাট এলাকা থেকে আটক হন।

র‍্যাব বলছে, আটকদের কাছ থেকে জব্দ করা ১২ কেজি আইসের দাম প্রায় ১৫০ কোটি টাকা। বিপুল মাদকের এ চালান মিয়ানমার বা ভারত থেকে টেকনাফ হয়ে বাংলাদেশে আনা হয়েছে। এটা পরে নৌপথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল।

আজ বৃহস্পতিবার ঢাকায় র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছে র‍্যাব। সেখানে এ অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হবে।