মূল্যবৃদ্ধি ও ওজনে কম, সাভারে ৩ দোকানকে দেড় লাখ টাকা জরিমানা

Looks like you've blocked notifications!
ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে বুধবার সাভার বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি : এনটিভি

মার্কিন ডলারের মূল্যবৃদ্ধিসহ নানা অজুহাতে ঢাকার সাভারে নিত্যপণ্যের কিছু বিক্রেতা বাড়িয়ে দিয়েছেন দাম। অনেকে আবার দাম সমন্বয় করতে ওজনে কম দিচ্ছেন। ভোক্তাদের এমন অভিযোগের ভিত্তিতে আজ বুধবার সকালে সাভার বাজারে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে এক লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সাভার বাজারের একতা এন্টারপ্রাইজ, শিল্পী এন্টারপ্রাইজ ও মেসার্স আলম এন্টারপ্রাইজকে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল। তিনি বলেন, ‘আটা ও ময়দার ব্যবসা প্রতিষ্ঠানে ওজনে কম দেওয়া ও ইচ্ছেমতো দাম বৃদ্ধি করায় একতা এন্টারপ্রাইজকে ৫০ হাজার, শিল্পী এন্টারপ্রাইজকে পাঁচ হাজার এবং মেসার্স আলম এন্টারপ্রাইজকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

মো. আব্দুল জব্বার মণ্ডল বলেন, ‘ব্যবসায়ীরা সকালে এক দামে, আবার বিকেলে আরেক দামে পণ্য বিক্রি করছেন—এমন প্রমাণ আমরা পেয়েছি।’