মৃত্যুদণ্ডপ্রাপ্ত রসু খাঁ অপহরণ মামলায় খালাস

Looks like you've blocked notifications!
রসু খাঁ। ছবি : এনটিভি

চাঁদপুরে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি রসু খাঁকে অপহরণ মামলায় খালাস দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল। আজ রোববার দুপুরে ওই মামলায় তাকে খালাস দেন বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী। 

বিয়ের প্রলোভনে ২০০৪ সালে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রুমা আক্তারকে অপহরণ করা হয়েছে অভিযোগে মামলা করেন তার বাবা গিয়াস উদ্দিন। 

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাইয়েদুল ইসলাম বাবু ও এপিপি খোরশেদ আলম শাওন জানান, নারীদের ধর্ষণ ও অপহরণের অভিযোগে রসু খাঁর বিরুদ্ধে মোট ১১টি মামলা হয়। এর মধ্যে তিনটি মামলায় মৃত্যুদণ্ড, দুটিতে খালাস এবং ছয়টি মামলা বিচারাধীন রয়েছে।

২০০৯ সালের ৭ অক্টোবর মসজিদের ফ্যান চুরির ঘটনায় টঙ্গী থেকে রসু খাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তার মোবাইল ফোনের সূত্রে স্থানীয় এক কিশোরী হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তিন দিনের রিমান্ডে মুখ খোলেন রসু খাঁ। বেরিয়ে আসে গা শিউরে ওঠা ধর্ষণ ও খুনের ঘটনা। 

রিমান্ড শেষে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ১১টি খুনের কথা স্বীকার করেন। আরও ১০১ নারীকে হত্যা করার পরিকল্পনার কথাও স্বীকার করেন রসু।