মৃত্যুহীন দিনে করোনায় শনাক্ত ২২

Looks like you've blocked notifications!
করোনাভাইরাসের নমুনা পরীক্ষার প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ২২ জন। এ সময়ে কেউ মারা যায়নি। যদিও ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ২৯ হাজার ৪৩৫ জন মারা গেছে। আর এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৬৮৫ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৩২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ২১০ জন। 

এ সময়ে তিন হাজার ৬৭৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় তিন হাজার ৬৭০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬০ শতাংশ। 

মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ, মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।