মেঘনা নদী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

Looks like you've blocked notifications!
শরীয়তপুরের ভেদরগঞ্জ থানা। ফাইল ছবি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় মেঘনা নদীতে গতকাল শুক্রবার নিখোঁজ হওয়া ইমাম গাজী (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মেঘনা নদীর জিয়াকান্দি এলাকা থেকে আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মৃত ইমাম গাজী উপজেলার জিয়াকান্দি এলাকার ফখরুদ্দিন গাজীর ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

চাঁদপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা কবির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘শিশুটি ডুবে যাওয়ার পর শরীয়তপুর ও চাঁদপুরের ফায়ার স্টেশনের ডুবুরি দল মেঘনা নদীর বিভিন্ন স্থানে অনুসন্ধান করে। গতকাল শুক্রবার সন্ধ্যা হয়ে যাওয়ায় অভিযান শেষ করা হয়। পরে আজ শনিবার সকাল ৬টা থেকে আবার অভিযান চালিয়ে সকাল সাড়ে ৭টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে।’

এর মধ্যেই আজ সকাল ৯টার দিকে শিশুটির মরদেহটি তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির আল নাসিফ বলেন, ‘শিশু মৃত্যুর ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক। প্রশাসনের পক্ষ থেকে পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মরদেহ দাফনের জন্য আর্থিক সহযোগিতা করা হবে।’

আজ শুক্রবার দুপুরে মায়ের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে ইমাম গাজী দুপুর সাড়ে ১২টার দিকে নিখোঁজ হয়।