মেট্রোরেলের কাজ ৬১ ভাগ শেষ হয়েছে : ওবায়দুল কাদের
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিরাজমান করোনা পরিস্থিতির মধ্যেও মেট্রোরেলের কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে ৬১ শতাংশ কাজ শেষ হয়েছে। নির্দিষ্ট সময়ে নির্মাণ কাজ শেষ করার লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও অংশে মেট্রোরেলের কাজের অগ্রগতি শতকরা ৮৩.৫২ ভাগ বলে জানান তিনি।
আজ বৃহস্পতিবার ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘মেট্রোরেলের ছয় কোচবিশিষ্ট চব্বিশ সেটে মোট কোচের সংখ্যা ১৪৪টি। এর মধ্যে গতকাল বুধবার ছয় কোচবিশিষ্ট প্রথম সেট ঢাকার উত্তরার ডিপোর নবনির্মিত ডিএমটিসিএল জেটিতে পৌঁছেছে। এটি অবশ্যই আমাদের জন্য একটি আনন্দের সংবাদ।’
‘দ্বিতীয় সেট জাপানের কোবে সমুদ্রবন্দরে জাহাজে ওঠানো হয়েছে। আশা করছি আগামী জুনের মাঝামাঝি সময়ে এটি আমাদের মোংলা বন্দর হয়ে উত্তরার ডিপোতে আসবে।’ বলেন সেতুমন্ত্রী
পরে সেতুমন্ত্রী গোপালগঞ্জ সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে মতবিনিময় করেন। এ সময় গোপালগঞ্জ জোনের প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করে ওবায়দুল কাদের বলেন, ‘টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলকে কেন্দ্র করে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে নানান শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা জানাতে আসা যাওয়া করে। তাই জোনের অধীন সড়কগুলোকে সারা বছরই রক্ষাবেক্ষণ ও তদারকি করতে হবে।’