মেট্রোরেল ব্যবহারে যাত্রীদের সতর্ক থাকতে হবে : মেয়র আতিক

Looks like you've blocked notifications!
ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম আজ শুক্রবার রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠে প্লাস্টিক ও কেমিক্যাল-দূষণ রোধে সচেতনতামূলক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমের সামনে কথা বলেন। ছবি : সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীতে চালু হওয়া দেশের প্রথম মেট্রোরেল ব্যবহারে যাত্রীদের সতর্ক থাকতে হবে।

আজ শুক্রবার মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে বিডি ক্লিন আয়োজিত প্লাস্টিক ও কেমিক্যাল-দূষণ রোধে সচেতনতামূলক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন। প্রদর্শনীতে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট ও সিগারেটের ফিল্টার দিয়ে মাছ, গাছ ও কচ্ছপের প্রতিকৃতি তৈরি করা হয়।

মেয়র আতিক বলেন, ‘যারা মেট্রোরেল ব্যবহার করছেন, তাদের উদাত্ত আহ্বান জানাব—মেট্রো স্টেশনকে ভালোবাসুন। মেট্রোরেলকে ভালোবাসুন। মেহেরবানি করে ট্রেনের মধ্যে কোনো ধরনের ময়লা ফেলবেন না।’

মেয়র বলেন, ‘আমাদের পয়সা দিয়ে মেট্রোরেল হয়েছে। মেট্রো স্টেশনের বাথরুমগুলোকে পরিষ্কার রাখতে হবে। মেট্রোরেলের সিঁড়ি থেকে শুরু করে প্ল্যাটফর্ম সব কিছু আমাদেরই পরিষ্কার রাখতে হবে। কারণ, এ মেট্রোরেল আমাদের, এ শহর আমাদের, এদেশ আমাদের সবার। আমাদেরই এর রক্ষণাবেক্ষণ করতে হবে।’

যারা দেশের উন্নয়ন চান না তাদের উদ্দেশে মেয়র বলেন, ‘উন্নয়ন নিয়ে অনেকে প্রশ্ন তুলে অনেক কথা বলবে। যখন দেশে করোনার ভ্যাকসিন আনা হয়েছিল তখন বিএনপি বলেছিল, এ ভ্যাকসিন পশুপাখিকে দেওয়ার জন্য। ভালো কাজ করতে গেলে অনেক বাধা আসবে। পদ্মা সেতুর সময় অনেক কথা হয়েছে, পদ্মা সেতু ভেঙে যাবে এবং মেট্রো হবে না ইত্যাদি, কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিজয়ের মাসে আমাদের জন্য শেষ উপহার ছিল মেট্রোরেল। যারা দেশের উন্নয়ন চান না তাদের এ ধরনের কথার কিন্তু শেষ নেই। তারা এখন বলছে মেট্রোরেলের ভাড়া বেশি। যারা উন্নয়ন চায় না তা এসব বলেই যাবে। সুনাম ধরে রাখা অনেক কষ্ট, আমি মনে করি আমাদের এ সুনাম ধরে রাখতে হবে।’

আতিকুল ইসলাম বলেন, ‘পরিত্যক্ত ৩০ টন প্লাস্টিকের বোতল বিডি ক্লিনের সদস্যরা সারা দেশ থেকে সংগ্রহ করেছেন। ৩০ লাখ শহীদের আত্মত্যাগ স্মরণ করে বিজয়ের মাসে তারা এটা করেছেন। এসব বোতল ও পলিথিন পরিবেশের জন্য হুমকিস্বরূপ, একই সঙ্গে জলাবদ্ধতার কারণ। পরিবেশ দূষণকারী এসব উপাদান জীববৈচিত্র্য নষ্ট করে দিচ্ছে। সিগারেটের ফিল্টার মাটির ঊর্বরতা নষ্ট করে দিচ্ছে। গত এক মাস ধরে শীতের মধ্যে বিডি ক্লিনের সদস্যরা কাজ করেছেন। সুন্দর আয়োজনে আমি মুগ্ধ।’

এ সময় তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে বিডি ক্লিনকে শুভেচ্ছাস্বরূপ ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন।

এ ছাড়া আগামী ৪ জানুয়ারি থেকে লেক দূষণ রোধে বনানী, গুলশান ও বারিধারা লেকে বিশেষ অভিযান পরিচালনার কথা জানান মেয়র আতিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল ৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নাছির, বরিশাল বিভাগের ইউনিসেফের প্রধান উপদেষ্টা তৌফিক আহমেদ ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।