মেহেরপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

Looks like you've blocked notifications!
মেহেরপুর সদর হাসপাতাল। ছবি : সংগৃহীত

মেহেরপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক নারী মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোররাতে ২৫০ শষ্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া ওই নারীর নাম আছলিমা খাতুন। তিনি মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের বাসিন্দা ছিলেন।

মেহেরপুর সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. মখলেচুর রহমান জানান, রাতে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে আছলিমা খাতুনকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তাঁর মৃত্যু হয়।

ডা. মখলেচুর রহমান আরও জানান, গত তিন দিনে হাসপাতালে ভর্তি হয়ে ২৫০ জন রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। ১০ বেডের বিপরিতে  প্রতিদিন ৬০ থেকে ৭০ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।

বেড সংকট হওয়ায় রোগীরা বারান্দা, সেঝেসহ বিভিন্ন স্থানে বসে ও শুয়ে চিকিৎসা নিচ্ছেন।

অতিরিক্ত রোগীর চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছেন সেবিকারা। তবে হাসপাতালে পর্যাপ্ত ওষুধ মজুদ আছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

রোগীর চাপ বাড়লেও ওষুধের সংকট হবে না বলে জানিয়েছেন তাঁরা।