মেহেরপুরে বিষে নষ্ট ২ বিঘা জমির বাঁধাকপি

Looks like you've blocked notifications!
মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে বিষপ্রয়োগে দুই বিঘা জমির বাঁধাকপি নষ্ট। ছবি : এনটিভি

মেহেরপুরের গাংনীতে এক কৃষকের দুই বিঘা জমির বাঁধাকপি বিষ প্রয়োগে নষ্ট করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার পোড়াপাড়া যুগিন্দায় এই ঘটনা ঘটেছে। এতে অন্তত তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।

জানা গেছে, ওই কৃষকের নাম হাফিজুর রহমান হাপু। তাঁর বাড়ি গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের পুকুর পাড়ায়। 

কৃষক হাফিজুর রহমান জানান, বিভিন্ন জনের কাছ থেকে ঋণ নিয়ে তিনি কপি চাষ করেছেন। কপি বিক্রি করে তিনি ঋণ পরিশোধ করবেন বলে আশা করেছিলেন। আজ শুক্রবার সকালে ক্ষেতে গিয়ে দেখেন সব কপি বিষে নষ্ট হয়ে গেছে। 

হাফিজুর আরও জানান, দুর্বৃত্তরা ক্ষেতে আগাছানাশক বিষপ্রয়োগ করেছে বলে তিনি ধারণা করছেন। পূর্ব শত্রুতার জের ধরে এ ধরনের কাজ করা হতে পারে বলে সন্দেহ ওই কৃষকের।

এর ছয়মাস আগে হাফিজুর এই জমিতে কলা গাছ লাগিয়েছিলেন। সে সময়ও দুর্বৃত্তরা কলাক্ষেত কেটে নষ্ট করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।